আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত হলেন, শহরের কালিশংকরপুর মোজাহার মোল্লা রোড এলাকার বাসিন্দা নুর উদ্দিনের ছেলে মতিয়ার রহমান কুষ্টিয়া ডিবি ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি ওসি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় এক মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।এ সময় মাদক ব্যাবসায়ী মতিয়ার রহমারের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিকালে আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।