ঠাকুরগাঁও প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের এক পুকুর থেকে ছেলে-মেয়েসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল। নিহতরা হলেন, আরিফা খাতুন (৩২), তার দুই সন্তান আখলিমা আখতার (১০) ও আরাফাত রহমান (৪)। তাদের বাড়ি ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে। আরিফা খাতুন ওই গ্রামের আকবর আলীর স্ত্রী।