আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ায় তাজা সংবাদ পত্রিকার পরিবারের সাথে কোর্ট চত্বর এলাকায় বিকাল ৪ টার সময় মতবিনিময় অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। এ সময় সদ্য নিয়োগকৃত তাজা সংবাদের স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এর খোঁজ খবর নেওয়া এবং আয় ব্যয় ও অফিস উদ্বোধন নিয়ে আলোচনা হয়। এ সময় তাজা সংবাদের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জুয়েল, ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, বার্তা সম্পাদক রিয়াজুল ইসলাম সেতু, সাংবাদিক সোহেল পারভেজ, স্টাফ রির্পোটার আমিন হাসান, রাসেল, ইমরান প্রিন্স, শাহেদ নাজার সনজু, সাহাদত, নিরব আহমেদ দিপু। এছাড়াও অন্যান্য সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।
তাজা সংবাদের সম্পাদক আব্দুর কাদের জুয়েল বলেন আগামী কয়েক দিনের ভিতরে তাজা সংবাদের অফিস উদ্বোধন হতে যাচ্ছে। তাজা সংবাদ অনলাইন পোর্টাল বস্তনিষ্ট নিউজ পরিবেশন করবেন আপনারা।
একটি সংবাদ পরিবেশ মানে অন্ধকারকে আলো দেওয়া। তাই পাঠকের জন্য আরও বেশি জানা অজানা নিউজ সরবরাহ করার অনুরোধ জানান তাজা সংবাদের পরিবারের কাছ থেকে। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয় রেখেছে। আপনারা অবগত আছেন তাজা সংবাদের শুরু থেকে এ পর্যন্ত যথেষ্ট ভূমিকা পালন করেছে বলে আমি করি। অনলাইনের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সেজন্য দরকার আপনাদের প্রচেষ্টা।
সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র ও লেখনির মাধ্যমে জনগণ সচেতন হচ্ছে। আগামী দিনে তাজা সংবাদ অনেক সম্মান ও দুরে যেতে পারবে বলে আমার বিশ্বাস।