কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া বাড়াদি মন্ডল পাড়ায় এক মুরগরি খামারের ঘরের বাইরে দিয়ে অবৈধ ভাবে পেতে রাখা ইলেকট্রিক তারে জড়িয়ে নূরজাহান ৩৫ নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার আবেদ আলীর মেয়ে। ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী জানান বিগত ১০-১২ বছর ধরে এখানে মুরগীর খামারের ব্যবসা করে আসছে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান এবং তার বন্ধু হেলাল। তাদের খামারের প্রতিটি ঘরই ইলেকট্রিক তার দিয়ে মোড়ানো আছে। প্রতি রাতেই খামারের চারিদিকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয়। আজ সকালে ১০ টার দিকে খামারের নারী শ্রমিক নূরজাহান খামারে প্রবেশের সময় ওই তারে জড়িয়ে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করে।
কুষ্টিয়া সদর থানার সাব ইন্সপেক্টার লিপন সরকার জানান খামারটির মালিক কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান ও তার বন্ধু হেলাল। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে এই ঘটনাকে হত্যাকান্ড বলে এর বিচার দাবি করেছেন এলাকাবাসি।