আমিন হাসান, কুষ্টিয়া : পরিবেশ দূষণ ও পরিবেশ ছাড়পত্র না থাকার অভিযোগে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় এইচ আর এস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে নামক কারখানাকে ৩০ হাজার জরিমানা এবং উৎপাদন বন্ধ করে দিয়েছে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। অভিযান সময়ে ম্যাজিষ্ট্রেটের সাথে খারাপ আচরণ করেছে উক্ত প্রতিষ্ঠানের মালিক হাফিজুর রহমান হাফিজ বলে জানা যায়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতর মনিটরিং টিম অভিযান পরিচালনাকালে দেখতে পায় যে, পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানাটিতে তামাক ক্রাশিং করতে ছিল যা এলাকায় মানুষের জনজীবন বিপন্ন ঘটতে পারে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছিল যা দন্ডীয় অপরাধ হচ্ছে। মানুষের শ্বাসকষ্ট, জন্ডিস ও ভয়াবহ ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।