আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হওয়া আরেকজনের অবস্থা গুরুতর। তবে কারা এই হামলা চালিয়েছে তাদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
হিউস্টনের ডিডি স্কাই ক্লাবে ওই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় নাইট ক্লাবে অন্তত ৩০ জন উপস্থিত ছিলেন বলে খবরে বলা হয়েছে। খবর এবিসি নিউজের
ঘটনার পর পুলিশ দোষীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে দশটার সময় জরুরি ফোন পায় পুলিশ। ওই হামলায় তিন জন নিহত হয়েছেন, অপর একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের ধারণা, কমপক্ষে দু’জন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংয়ের একটি গির্জায় বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়।