আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের বটতৈল মোড় নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান শান্ত (২৮)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে এবং মোটর সাইকেল থাকা তার বাবা শরিফুল ইসলাম আহত হয়েছেন।
মেহেদী হাসান শান্ত সে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
আজ রবিবার রাত ১০ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত শান্ত ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে কুষ্টিয়া কেএনবি ইন্ডাষ্ট্রিড লিঃ রাতে শিফট বাবা শরিফুল ইসলামকে তারা দুজই ডিউটি উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ভুলক্রমে লেন পরিবর্তণ করে অপরদিক থেকে আসা একটি ট্রাক ( কুষ্টিয়া-ট-১১-১৫৮০) ঘটনাস্থলে পৌছালে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির চালক ও আরোহী ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালক শান্ত নিহত হয় ও আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন এবং আহত বাবাকে দ্রুত চিকিৎসার ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান লাশটি ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেল ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।