ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুরদৌলতপুর এলাকায় ভাবনা খাতুন (২৩) নামে এক নববধূ আত্মহত্যা করেছে।
ঘটনার পর শাশুড়ি ঝরণা খাতুনকে পুত্রবধূকে হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। ভাবনা খাতুন ঠাকুরদৌলতপুর গ্রামের বাসিন্দা মহিবুল ইসলামের ছেলে সোহেলের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ১৫ দিন আগে সোহেলের সঙ্গে ভাবনার বিয়ে হয়। এরই মধ্যে পারিবারিক কলহের জেরে দুপুরে শাশুড়ি ঝরণা খাতুনের সঙ্গে বাকবিতণ্ডা হয় ভাবনার। বাড়ীর ডাবের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান।
ঝরণার পরিবারের সদস্যরা গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিয়ে ভাবনা আত্মহত্যা করেছে বলে মনে করছেন অভিযোগ প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়।
উপজেলার বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।