আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের বাড়াদী এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দেয়া এক ভুয়া ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে আটক হওয়া বাবুল (৩৫) নামের ওই ব্যক্তি কুষ্টিয়া বাড়াদী ঈদগার মোড়ের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় বাবুল নামে এক ব্যক্তি সোনাপট্টিতে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে বলে গ্রামবাসী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বাবুলকে কুষ্টিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদে ভুয়া প্রমাণ হলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, বাবুলের নামে ৪টি মামলা আছে।
এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।