ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে এই দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে পশ্চিম রেলের পাকশী বিভাগের সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহান জানিয়েছেন।
তিনি বলেন, “ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেনের সাথে বিপরীত দিক থেকে আসা খুলনা থেকে ঈশ্বরদীমুখী মালবাহী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে দুটি ট্রেনের ইঞ্জিনসহ রেল লাইন ও ওয়াগনের ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে খুলনার সাথে ঢাকা, রাজশাহী, দৌলতদিয়া ঘাটসহ সকল লাইনে ট্রেন চলাচল বন্ধ।”
ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে রেল কর্মকর্তা সোবহান জানিয়েছেন।
সকাল ৯টায়ও রেল যোগাযোগ পুনঃস্থাপন হয়নি।