1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার খোকসায় বিষে ভাসছে মাছ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৩২ বার নিউজটি পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার ছোট গোপগ্রাম ও ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতির জলমহালে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে প্রায় ২৫ লাখ টাকার বিভিন্ন ধরনের মাছ মারা যায়। কুষ্টিয়ার খোকসার কুষ্টিয়ার খোকসার খোকসার গোপগ্রাম ইউনিয়নের জলমহালে ঘটেছে ঘটনা। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছে এ অঞ্চলের জেলেরা।
সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস জানান, ২৫ তারিখ রোববার সকাল থেকে মাছ মরতে শুরু করেছে। বুধবার পর্যন্ত পদ্মা নদীর এই কোলে প্রতিদিনই রুই, কাতল, মৃগেল, গজার ও শৈলসহ নানা প্রজাতির মাছ মরে ভাসছে। ২০ একর জলমহাল সরকারীভাবে এ বছর ২১ লাখ টাকায় ১ বছরের জন্য বন্দোবস্ত নিয়ে মাছ সংরক্ষন করেছেন সমিতির প্রায় দের হাজার জেলে। বিষক্রিয়ায় ২৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান এই ক্ষতির পরিমান আরো বাড়বে ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের জলমহাল পরিদর্শন করা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!