1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় আবারও তিন থানার ওসি বদলীর আদেশ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৮৩ বার নিউজটি পড়া হয়েছে

রাসেল, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনিক সুবিন্যাস্ত এর অংশ হিসাবে জনস্বার্থে কুষ্টিয়া সদর থানার ওসি কামরুজ্জামান তালুকদার কে খোকসা থানার ৩৬ তম ওসি হিসাবে নিয়োগ দান করা হয়েছে। অপরদিকে খোকসা থানার ওসি গোলাম মোস্তফা কে মিরপুর থানার ওসি হিসেবে নিয়োগ দান করা হয়েছে।
কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক নির্দেশ বার্তায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপারের অফিস।
বুধবার দুপুরে খোকসা থানার ওসি গোলাম মোস্তফা থানার সেকেন্ড অফিসারকে চার্জে দিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা হন। তবে নতুন ওসি কামরুজ্জামান তালুকদার ৩৬ তম ওসি হিসাবে খোকসা থানায় যোগদান করবেন।
উল্লেখ্য চলতি বছরের বাইশে এপ্রিল ৩৪ তম ওসি হিসাবে জহুরুল ইসলাম খোকসা থানায় যোগদান করেন। যোগদানের ৫ মাস ২০ দিনের মাথায় খোকসা থেকে বদলি হয়ে তিনি দৌলতপুর ওসি হিসাবে যোগদান করছেন। আবার নতুন ওসি দুই এক মাস যেতে না যেতেই আবার বদলি হয়েছে বলে জানা যায়। তবে সদ্য বিদায়ী ৩৫ তম ওসি গোলাম মোস্তফার জায়গায় আসবে কুষ্টিয়া মডেল থানার ৩৬তম ওসি হিসেবে কামরুজ্জামান তালুকদার।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x