তারেক, কুষ্টিয়া : ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজত ইসলাম। আজ শুক্রবার বিকালে কুষ্টিয়ার শহরের বড় বাজারের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এন.এস রোড দিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি পাঁচ রাস্তার শাপলা মোড়ে গিয়ে শেষ করে সেখানেও তারা সমাবেশ করেন।
এতে ধর্মপ্রাণ মুসুল্লিরা ছাড়াও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের সকল পণ্য বয়কট করা হবে বলেনও জানান তারা।
তারা আরও জানান ফ্রান্সকে এমন জঘন্য কর্মকান্ড- বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী সা:-এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। আর তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে।