আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের চৌড়হাসের মাংস বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অসুস্থ্য পশু জবাই ও মাংস বিক্রির দায়ে তিন জনকে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন আদালত। আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী।
তিনি জানান, কোন মাংসের গায়ে পৌরসভার অনুমোদন সীল ছিলনা। ১৯৯/২০২০ নম্বর মামলায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ২৪ ধারায় গরুর মাংস বিক্রেতা পলাতক বাবুর স্ত্রী ঝর্ণা বেগমকে ১০ হাজার জরিমানা এবং পৃথম মামলায় সামিউল আলমকে ৫ হাজার ও ছাগলের মাংস বিক্রেতা জসিমকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রানী সম্পদ কর্মকর্তা পরীক্ষা করে মাংস অসুস্থ্য পশুর ঘোষনা দিলে ৫০ কেজি মাংস জব্দ করা হয়। পরে কেরোসিন দিয়ে সেগুলো মাটির নিচে পুতে ফেলা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী বলেন, এই অভিযান চলমান থাকবে। এসময় উপজেলা প্রানী সম্পদ অফিসের কর্মকর্তারা ও মডেল থানার পুলিশ উপস্থিত ছিলো।