পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪২ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্র্যালয়ের উদ্যোগে গতকাল পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ধর্মীয় অনুশাসনই পারে সমাজের অস্থিরতা কমাতে। তিনি আরও বলেন, আমাদের কোমলমতি শিশুদের মধ্যে পাপ বোধ সৃষ্টি করতে হবে। ভালো মন্দ এগুলো পরিস্কার ভাবে তুলে ধরতে হবে। তাদের সুপ্ত প্রতিভার মানবিক বিকাশ ঘটাতে হবে। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)। তিনি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শিশুদের মাঝে ন্যায়-অন্যায় বোধ সৃষ্টি করতে হবে। তাদেরকে আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। আজকের শিশু আগামীদিনের বাংলাদেশ। মাদক সন্ত্রাস, জঙ্গী ও সমাজের নানা অনাচারের বিরুদ্ধে শিশুদের ধর্মীয় ও মানবিক অনুভূতি জাগিয়ে তুলতে হবে। ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মোঃ মনিরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, মোঃ সোবহান আলী সেখ, ড. হাফেজ মো: আব্দুল করিম। সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।