1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার দৌলতপুর বিশ্বাস ক্লিনিকে প্রসূতি মায়ের মৃত্যু, ক্লিনিকটি সিলগালা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩২৪ বার নিউজটি পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে বিশ্বাস ক্লিনিকে চিকিৎসা অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর রবিবার সকালে বিশ্বাস ক্লিনিক এন্ড সনো ডায়াগনস্টিক সেন্টারে প্রসুতি রমনী খাতুনের (২০) মৃত্যু হয়। নিহত রমনীর পরিবারের অভিযোগ, ডাক্তার আসছে বলে বিনা চিকিৎসায় ৫ ঘণ্টা ফেলে রাখায় তার মৃত্যু হয়েছে।
গর্ভের সন্তান সহ রমনীর মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়,এসময় ঘটনাস্থলে ওসি জহুরুল ইসলাম ফোর্স নিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেসরকারি এই নাম সর্বস্ব ক্লিনিকটির তাৎক্ষনিক কোন কাগজপত্র না পেয়ে সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের পরামর্শে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী দুপুরে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

এলাকাবাসী ও ভূক্ত ভোগী পরিবার জানায় শনিবার দিনগত রাত ৩টার দিকে প্রসব বেদনায় ছটফট করতে থাকা রমনীকে এক দালালের খপ্পড়ে পড়ে ভর্তি করা বিশ্বাস ক্লিনিকে, ডাক্তার আসছে বলে সকাল ৮টা পর্যন্ত কোন চিকিৎসা দেয়া হয়নি তাকে, পরে চিকিৎসক এসে চিকিৎসা দেয়া শুরু করতেই প্রসূতি মায়ের মৃত্যু হয়।

এলাকাবাসী আরো জানায় ইতি পূর্বে সির্জারের পর রোগী মৃত্যুর ইতিহাস রয়েছে, এক মাস আগেও এক প্রসূতি মায়ের সন্তান মারা গেছে, তাদের গোপনে ম্যানেজ করা হয়েছে। এ ছাড়া উপযুক্ত যন্ত্রপাতি, অদক্ষ ডাক্তার ও নার্স এবং নাম সর্বস্ব ক্লিনিককে প্রতি নিয়ত রোগীরা প্রতারিত হওয়ার খবর পাওয়া যায়।

নিহত রমনী সাদীপুর বেগুন বাড়িয়া এলাকার কৃষক মোঃ বাচ্চু মন্ডলের স্ত্রী ও গঞ্জের আলীর কন্যা। প্রথম সন্তান জন্মদিতে গিয়ে মৃত্যু হলো রমনী খাতুনের।

সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী তাজা সংবাদকে বলেন, যথাযথা কাগজপত্র দেখার পর ক্লিনিক খুলে দেওয়া হবে এবং দৌলতপুরে বেসরকারী খাতের চিকিৎসা সেবা আরও বেশি নজর দারীতে আনা হবে।

ওসি জহুরুল আলম বলেন, রমনীর লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। এ দিকে ঘটনার পরপরই ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়, ক্লিনিকের স্বাত্বাধীকারী আব্দুল লতিফকে পাওয়া যায়নি এবং তাদের মোবাইল বন্ধ ছিল।

 

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x