1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন প্রকাশ করায় হুমকি, থানায় জিডি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ১৫৮৪ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে না দাড়ানোর হুমকি, থানায় জিডি দায়ের।
জিডি সূত্রে জানা যায় কুষ্টিয়া শহরের কুঠিপাড়া ৩নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে আবু সাঈদ টুটুল কাউন্সিলর পদে নির্বাচন প্রকাশ করায় শশীভুষণ লেন কুঠিপাড়া এলাকার মৃত তাইজালের ছেলে রুহুল আমিন মুরাদ, মৃত কালি শহীদের ছেলে মিজানসহ আরো কয়েকজন মিলে আবু সাঈদ টুটুলের সাথে খারাপ ও অসৎ আচরণ করে আসছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১২.০৪ মিনিটের সময় ২টি মোটর সাইকেল যোগে এসে আবু সাঈদ টুটুলের বাড়ীর গেটের সম্মুখে অবস্থান করে এবং নানাবিধ ভয়ভীতি প্রদান করে বলে জানা যায়।
এ বিষয়ে টুটুলের সাথে কথা হলে তিনি জানান নির্বাচনের কোন বিষয়ে নিয়ে আলোচনা ও পদে দাড়ায় তাহলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেন এবং তিনি আরও জানান তারা আমার যে আচরণ করেছে তার প্রমাণ সিসি টিভি ফুটেজে ধারণ করা আছে। তবে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নম্বর ৫৯২, তারিখ- ০৯/১১/২০২০।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!