আরিফ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ট্রাক নসিমনের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪০) নামের নছিমন চালকের মৃত্যু হয়েছে এবং একই পরিবারের ৬জন আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলার মিরপুরের ভাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহত মনোয়ার হোসেন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়ার মৃত সোবহান ড্রাইভারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, অসুস্থ ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে চুনিয়াপাড়া থেকে খয়েরপুর লাশ দেখতে যাওয়ার পথে ভাঙ্গা বটতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই নসিমনের চালক মনোয়ার হোসেন মারা যান।
স্থানীয়রা আহত ৫ জনকে দ্রুত চিকিৎসার জন্য মিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
আহতরা হলো : বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়ার গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আতিয়ার, মৃত নিলু মেয়ে কাজলি, মৃত ওহেদ আলীর মেয়ে মাজেদা, মৃত শের আলীর ছেলে চমল, পাঞ্জাব মন্ডলের মেয়ে চােইনা খাতুন ও কোরবান আলীর মেয়ে জানু খাতুন।