দৌলতপুর, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় শান্ত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কের কল্যানপুর এলাকায় স্যালো ইঞ্জিন চালিত নসিমন ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে বিপরিত দিক থেকে আসা ট্রলির সাথে মূখোমূখী সংঘর্ষ হয়। এতে নসিমন উল্টে যাত্রী শান্ত হোসেন নিহত হয়। নিহত শান্ত হোসেন দৌলতপুরের বাগোয়ান গ্রামের স্বপন আলীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম এ দূর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।