1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার কুমারখালীতে আতিয়ার হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন ও অর্থদন্ডের দিয়েছে আদালত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২২৩ বার নিউজটি পড়া হয়েছে

রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আতিয়ার রহমানকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামীকে যাবজ্জীবন ও অর্থদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন। এসময় উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখ এর ছেলে দন্ডপ্রাপ্ত আসামী আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিলো। অপর দন্ডপ্রাপ্ত আসামী মোঃ সেলিম পলাতক রয়েছে। সে লাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, টাকা পয়সা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় নিজ বাড়ী থেকে আতিয়ারকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামীরা। পরদিন সকালে স্থানীয় ধর্মপাড়া মাঠে ধানখেতের আইল থেকে আতিয়ারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই হাবিবুর রহমান ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর তিন আসামীর বিরুদ্ধে পুলিশ চার্জশীট দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমানীত হলে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০২/৩৪ ধারায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। এ মামলার তিন নম্বর আসামী রেজাউলকে বে-কসুর খালাস দেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x