হৃদয়, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় ৪ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত নির্দেশনায় পুলিশের একটি দল গোপন
সূত্রে খবর পেয়ে ত্রিমোহনী, চন্ডিপুর, আশকোনা ও বাগডাঙ্গায় অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত হচ্ছেন: চন্ডিপুর ভেড়ামারা সিরাজুল হোসেনের পিতা রোমেলা খাতুন (৫০) এর কাছ থেকে এক কেজি গাঁজা যার মামলা নং-২৭, ত্রিমোহনী এলাকার নুর আলম মেয়ে পারুল খাতুন (৫৫) এক কেজি গাঁজা যার মামলা নং-২৬, আশকোনা এলাকার আমির হোসেনের ছেলে এম এ হাসান (৩৯) এর কাছ থেকে দুই কেজি গাঁজা, যার মামলা নং- ২৮, চুয়াডাঙ্গা এলাকার বাগডাঙ্গা গ্রামের গোলাম রহমানের মেয়ে সেলিনা (৪২)
এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার মামলা নং- ২৯।
মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি পৃথক অভিযান চালিয়ে আমরা ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছি ও ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছি । আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।