আমিন হাসান, কুষ্টিয়া : শুক্রবার (১৩ নভেম্বর) মেহেরপুর জেলা গাংনী থানার শহররা গ্রাম থেকে দু’জন মোঃ আক্কাস আলী (৬০) ও শহররা ইউপি মেম্বার মোঃ ইকবাল (৫৫) মটরসাইকেল যোগে কুষ্টিয়া আসেন দাওয়াত খাওয়ার জন্য।
কুষ্টিয়া থেকে দাওয়াত খেয়ে মেহেরপুরের উদ্দ্যোশে রওনা দেবার পথে বিকেল ৩ টার সময় কুষ্টিয়ার মজমপুর টি,এন,টি গেটের সামনে বিপরীর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থানেই মোঃ আক্কাস আলী (৬০) নামের এক জন মৃত্যু হয় এবং সাথে থাকা ইকবাল (৫৫) আহত হন। তাদেরকে পুলিশ দ্রুত উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং অপর জন’কে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে কুষ্টিয়ার ভেড়ামারা থানার ১২ মাইল এলাকায় পিছন থেকে ট্রাকের ধাক্কায় রাজ্জাক (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। আহত রাজ্জাক কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত রাজ্জাকের মৃত্যু হয়। নিহত রাজ্জাকের বাড়ি ভেড়ামারা থানার পশ্চিম বাহিরচর এলাকার মৃত রহমান আলীর ছেলে। বর্তমানে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।