তারেক, কুষ্টিয়া : ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এ স্লোগানে শনিবার সকালে হাসপাতাল মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি মজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ডায়াবেসি সমিতির আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদ কমিটির সাধারণ সম্পাদক ডা: এস এ মালেক, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান প্রফেসর আ,আ,স,ম আরেফিন সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, মজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মতিউর রহমান লালটু প্রমুখ। চিকিৎসকদের বরাত দিয়ে সমিতির সভাপতি বলেন, অনিয়ন্ত্রিত জীবন-যাপন এবং খাদ্যাভাসের কারণেই দিন দিন আশঙ্কাজনকহারে মানুষ ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে সুশৃঙ্খল জীবন-যাপন, খাদ্যাভাসের পরিবর্তন এবং শারীরিক