আরাফাত হোসাইন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় সাড়াশি অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়ার পুলিশ। কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আজ রবিবার সন্ধায় কুষ্টিয়া শহরের এ অভিযান পরিচালিত হয়। এ সময় ট্রাফিক অফিসার আব্দুল আল জুবায়ের সহযোগিতায় এবং সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাং এর বেপরোয়া রোধে এ বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৪৭ জনকে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় তাদেরকে মামলা দেওয়া হয় এবং ৮টি গাড়ি আটক করে পুলিশ লাইনের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ সময় পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত তাজা সংবাদকে বলেন কিশোর গ্যাং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকায় এ ধরনের অভিযান চালানো হয়। আগামীতে আরও কঠোর অভিযান চালানো হবে বলে তিনি জানান।