আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের লাহিনী ক্যানেলপাড়া পশ্চিমপাড়ায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার কুষ্টিয়া মডেল থানায় লাহিনী ক্যানেলপাড়া পশ্চিমপাড়ায় হাফিজুল (৫০) নামে একজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
মামলা ওপরিবার সূত্রে জানা যায় তাদের মেয়ে বাক প্রতিবন্ধীকে হাফিজুল বিভিন্ন প্রকার প্রলোভন দেখাইয়া তাদের নিজ বসত বাড়ীতে লোক না থাকার সুযোগে তাদের মেয়েকে গোপনে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। ফলে ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তারা আরও জানায় তাদের ভিটামাটি থেকে উচ্ছেদের পায়তারা করছে হাফিজুলের সংঙ্গবদ্ধরা।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন্সপেক্টর তদন্ত জানান বিষয়টি তার নলেজে নেই। তবে এ ধরনের কাজ কেউ যদি করে তাহলে অভিযুক্তকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।