আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের লাহিনী ক্যানেলপাড়া পশ্চিমপাড়ায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে লাহিনী ক্যানেলপাড়া পশ্চিমপাড়ার হাফিজুল (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের নির্দেশনায় কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মামুন অর রশিদ’র নেতৃত্বে এবং এস আই সাহেব আলী, এ এস আই শাহিনের সহযোগিতায় সকাল ১১.৩০ মিনিটের একটি অভিযান পরিচালনাকালে হরিশংকরপুর তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত হচ্ছে শহরের লাহিনী ক্যানেলপাড়া পশ্চিমপাড়ার ভাদু সরদারের ছেলে হাফিজুল।
মডেল থানার পুলিশ পরিদর্শক বলেন তাদের মেয়ে বাক প্রতিবন্ধীকে হাফিজুল বিভিন্ন প্রকার প্রলোভন দেখাইয়া তাদের নিজ বসত বাড়ীতে লোক না থাকার সুযোগে তাদের মেয়েকে গোপনে ধর্ষণ করে বলে একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ৪০, তারিখ-১৭-১১-২০২০।
তিনি আরও জানান বাকপ্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ফলে ২ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে তদন্তের মাধ্যমে জানা যায়। আইনের উদ্ধে কেউ নয়। যে অন্যায় করবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।