তারেক, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকা থেকে রোকেয়া আক্তার বিন্দুমাসীকে আটক করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (সোমবার) সকালে জেলা মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তারের নির্দেশনায় পরিদশক বেলাল হোসেন, এস আই ডি এম হাফিজুর রহমান, এস আই সানোয়ার হোসেন, এ এস আই শেখ গোলাম মোস্তফার সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনাকালে বিন্দুমাসীর নিজস্ব বসতবাড়ী থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এ দণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত হচ্ছেন শহরের পশ্চিম মজমপুর এলাকার গোলাম মোস্তফার স্ত্রী রোকেয়া আক্তার বিন্দুমাসী। পরে দণ্ডাদেশপ্রাপ্তকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।