ভেড়ামারা প্রতিনিধি : নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহে বাড়ির পাশের পুকুর থেকে মিম (৮) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় ভেড়ামারা জুনিয়াদহ মির্জাপুর নহিরের মোড়ের পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
সে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মির্জাপুর নহিরের মৃত বদরুলের মেয়ে মিম। গত রবিবার সন্ধ্যার পর থেকে এ শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না বলে মাইকিং করা হয়। ।
গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলছেন, কেউ মেরে লাশ পুকুরে ফেলে রেখেন, কেউ বলেছেন খেলা করতে গেলে পড়ে গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
মিমের মা ও পরিবারের আত্মীয় স্বজনরা জানান : অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি। অবশেষে বাড়ির পাশে পুকুর থেকে অক্ষত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তারা ধারণা করছেন তাদের মেয়েকে অপহরণ ও হত্যা করার পর তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ভেড়ামারা থানার ওসি মোঃ শাহাজালাল বলেন, তদন্ত করার পর বলা সম্ভব হবে মিমের মৃত্যুর রহস্য।