কুমারখালী প্রতিনিধি : কুমারখালী তরুণ মোড়ে (৩) ডিসেম্বর সন্ধ্যা ৭ টার সময় , কাজী পাড়া হানিফ মিয়ার পুত্র জামান ড্রাইভার (৪৫)নামে এক পথচারী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন সন্ধ্যা ৭ টার দিকে জামাল তরুণ মোড়ের রোড পার হতে যায়। এসময় ঢাকাগামী ট্রাক (কুষ্টিয়া -ট-১১-১০-৬০) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন । এই সময় মোড়ে থাকা লোকজন ট্রাকসহ ড্রাইভার কে আটক করে পুলিশে খবর দেয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, বুঝাই ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় । ট্রাককে ধাক্কায় পথচারী ১ জন নিহত হয়েছে। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।