ঢাকা অফিস : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ছয়জনের প্রাণ গেছে, আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কুর্নি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান।
তিনি বলেন, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় বিকল হয়ে যায়। চালক ও সহকারী মেরামতের জন্য বাসটিকে রাস্তার পাশে দাঁড় করান।
সে সময় ঢাকাগামী একটি সবজিবোঝাই ট্রাক পেছন থেকে এসে বাসটিকে ধাক্কা মারে। তাতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট মো. রোবায়েত হোসেন বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।