মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের ছয়জনসহ সাত আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মুলকান্দি এলাকয় এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান।
নিহতরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)।
তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।
ওসি রেজাউল করিম জানান, শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।
ওসি রেজাউল আরও জানান, লাশ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।