কুষ্টিয়া প্রতিনিধি : শিশু ও কিশোরদের মেধা বিকাশ ও জ্ঞানচর্চা করার লক্ষ্যে এই প্রথম কুষ্টিয়ার কুমারখালীতে আনহা শিশু কিশোর মেলা সংগঠনের পথাচলা শুরু হয়েছে।
শনিবার সকালে বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এসময় আব্দুর রউফ বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত।ওদের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।তাই তাদের মেধা বিকাশ ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে প্রথমবারের মত আমার নাতনীর নামে আনহা শিশু কিশোর মেলা সংগঠনের পথচলা শুরু করা হল।
বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কার্তিক বাবুর সভাপতিত্বে এসময় বর্তমান অধ্যক্ষ হামিদুল হক খান,ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।