1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

কালীগঞ্জে প্রতারণা করে বিভিন্ন রং দিয়ে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ আটক ১

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২০৯ বার নিউজটি পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে পল্ট্রি মুরগির বাচ্চা বিভিন্ন রং করে বিদেশি উন্নত জাতের বাচ্চা বলে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে বেশি দামে বিক্রির অপরাধে কালীগঞ্জ থানা পুলিশ রুবেল (২০) নামের এক প্রতারক কে আটক করেছে। শুক্রবার বেলা দুইটার দিকে কালীগঞ্জ কালীবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল নরসিংদি জেলার রায়পুরা থানার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

প্রতারক রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং বেরং এর মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের অকৃষ্ট করতো। তার এই ছবি দেখে সাধারন মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে এই পল্ট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারনার শিকার হন। জানা গেছে, প্রতারক রুবেল সকাল থেকে প্রায় ৩শ পল্ট্রির বাচ্চা বিক্রি করে। গ্রাম থেকে বাজারে আশা সহজ সরল মানুষ গুলিতার প্রতারনার শিকার হন। কালীগঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারনার মাধ্যমে বিভিন্ন রং করে বাচ্চা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে রুবেল নামের এক জনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x