আরিফ, কুষ্টিয়া : তল্লাশী সময় কুষ্টিয়ার মজমপুরে মোটর সাইকেল ফেলে পালালো চালক, পুলিশ পেল ২৩ বোতল ফেন্সিডিল। আজ রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশ জানায় নিয়মিত প্রতিদিন চেকিং ও তল্লাশীর সময়ে একজন অজ্ঞাত লোকের কাছে ড্রাইভিং লাইসেন্স চাওয়া মাত্রই। গাড়ী রেখে পালিয়ে যান তিনি। পরে মোটর সাইকেলে থাকা কস্টটেপ দিয়ে মোড়ানো পাঁচ লিটারে মবেলের বোতলের ভিতরে সংরক্ষিত রাখা হয়েছিল ফেন্সিডিল। ট্রাফিক পুলিশের সন্দেহ হলে তারা বোতলটি কেটে দেখতে পান ২৩ বোতল ফেন্সিডিল। উদ্ধারকৃত ফেন্সিডিলের বিষয়ে কুষ্টিয়া মডেল থানাকে অবগত করালে থানার পুলিশ এসে ২৩ বোতল ফেন্সিডিল ও একটি নম্বার বিহীন ৫০ সিসি ড্রায়ান গাড়ীটি তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।
তল্লাশী কালীন সময়ে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই আব্দুল্লা আল জোবায়েদ, সার্জেন্ট লিমন কুমার কুন্ডু, কনেষ্টবল সোহানুর রহমান।