আবির হাসান স্বাধীন, কুষ্টিয়া : মানবতার সেবক ও একজন বলিষ্ঠ করণা যোদ্ধা কুষ্টিয়ার কৃতি সন্তান কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নেহাল স্যারের সন্তান আমেরিকা প্রবাসী জয় নেহালের আর্থিক সহযোগিতায় টালিপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মাধ্যমে করোনাকালীন সময় থেকে অদ্যবধি কুষ্টিয়ার ছিন্নমূল ও অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন বিগত ৯ মাস ধরে। প্রতি জুম্মার নামাজ শেষে অসহায় গরীবদের মাঝে কুষ্টিয়া পৌর গোরস্থান মসজিদের সামনে অবস্থানরত দুস্থদের মাঝে প্রতিনিয়ত খাবার তুলে দেন। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবারও তাদের মুখে খাবার তুলে দেন।
অন্যদিকে আজ শুক্রবার জুম্মার পর কুষ্টিয়ার সার্কিট হাউজের সামনে মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের ৪০ জন বয়স্ক মাতাকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সেই সাথে প্রতিটি মাকে একটি করে শীতের সোয়েটার প্রদান করা হয়। খাবার ও উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ইফতেখার হোসেন মিঠু সমাজসেবক পলাশ, শিক্ষক শাহীন রেজা, রাসেল, দিশা, কিশোর, সাকিব ও পুনর্বাসন কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে থাকা এক মাতা তার নাম মিষ্টি।