ঢাকা অফিস : গাল্লিবয় জুটিকে এখন সবাই চিনেন, জানেন। কেননা এই জুটি নিজেদের পরিচিতি এরই মধ্যে গড়ে নিয়েছেন। আলোচিত এই সংগীত জুটি করোনা সময়ে নতুন গানও প্রকাশ করেছেন। এবার তারা বঙ্গবন্ধুকে স্মরণ করে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগ দিয়ে অন্তর্জালে প্রকাশ করেছেন নতুন গান ‘শেকল ভাঙার গান’।
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…।’ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পৃথিবীবিখ্যাত ভাষণ। যার সঙ্গে জড়িয়ে আছে ছোট্ট একটি নাম ‘কল–রেডী’।
বঙ্গবন্ধুর প্রায় সব কটি ঐতিহাসিক ভাষণের সাউন্ড সিস্টেম ব্যবস্থাপনায় ছিলো ‘কল–রেডী’। এখনও বঙ্গভবন-গণভবনের বেশিরভাগ অনুষ্ঠানের মাইকের নিচে ঝুলতে দেখা যায় এই ঐতিহাসিক সাউন্ড সিস্টেম সরবরাহ প্রতিষ্ঠানের নাম।
সেই ‘কল-রেডী’ মাইক্রোফোন আর বঙ্গবন্ধুর ‘মুজিব কোট’ গায়ে জড়িয়ে ‘শেকল ভাঙার গান’ নিয়ে হাজির হলেন আলোচিত ‘গাল্লিবয়’ যুগল তবীব-রানা। ‘স্বাধীনতা রক্ষা’ নামের এই প্রতিবাদী গানচিত্রটি প্রকাশ পেয়েছে বিজয় দিবস উপলক্ষে তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে। আকাশ হকের নির্মাণে বিশেষ এই গানচিত্রে উঠে এসেছে শহীদদের বীরত্ব আর স্বাধীনতা রক্ষার প্রতিজ্ঞা।
তবীবের লেখা গানটির কিছু কথা এমন- হাজার সালাম শহীদ স্মরণে অতঃপর শুরু কবিতা রব/ আমাদের গানে সুখ থাকে কম বিসর্গহীন দুঃখ সব/ তোমাদের কাছে বিজয় মানে জিপিএ ফাইভে ভেজানো সুখ/ আমার কাছে বিজয় মানে যে আমার মায়ের মিষ্টি মুখ।
গানটি প্রসঙ্গে তবীব মাহমুদ বলেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এই গানটি করার পেছনে একটাই বক্তব্য, স্বাধীনতা অর্জনের চেয়ে সেটি রক্ষা করা বেশি কঠিন। যেটা আমাদের রক্ষা করতেই হবে। এই অর্জন বৃথা যেতে দেবো না।’