আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নবগঠিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। আজ মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সদ্য বিলুপ্ত জেলা কমিটিতে তুষার ও সাদ দুজনেই সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।