মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুরে বিজয় দিবস উপলক্ষে মোটরসাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে কুষ্টিয়ার মিরপুর খাদিমপুর কে.এন.বি মাধ্যমিক বালক বিদ্যালয় চেয়ারম্যান সোহেল নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অসংখ্য গ্রামবাসী।
বিকেলে স্কুল মাঠ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ স্বধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করে, দেশ ও জাতির সামনে মুক্তিযুদ্ধের সঠিক ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহবান জানান।
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা, জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।