দৌলতপুর প্রতিনিধি: পাট চাষীদের প্রশিক্ষণ সম্মানীর টাকা কর্তনের অভিযোগ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাট অধিদপ্তর দৌলতপুর কুষ্টিয়ার কর্মকর্তাবৃন্দরা। গত ২৪ ডিসেম্বর কুষ্টিয়ার একটি স্থানীয় পত্রিকায় “কুষ্টিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ সম্মানী’র টাকা কর্তনের অভিযোগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি সঠিক তথ্যর ভিত্তিতে প্রকাশিত হয়নি। সঠিক তথ্য হচ্ছে দৌলতপুর উপজেলার উক্ত প্রশিক্ষণে চাষীদের জন্য নাস্তা বাবদ কোন বাজেট বরাদ্দ ছিল না। বিধায় সম্মানীর জন্য বরাদ্দ ৫০০ টাকা থেকে রাজস্ব টিকেট বাবদ ১০টাকা এবং প্রত্যেকের জন্য ১ বোতল মাম পানিসহ নাস্তা বাবদ ৪০ টাকা সবমোট ৫০ টাকা খরচ বাদ দিয়ে ৪৫০ টাকা করে পাটচাষীদের সম্মতিক্রমে দেওয়া হয়েছে।