আরিফ, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় পশ্চিম আব্দালপুর গ্রামের মিলপাড়া এলাকায় বেশ কয়েকটি পরিবারকে বাড়ি ছাড়া করতে প্রভাবশালীরা নতুন ষড়যন্ত্র করছে অভিযোগ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসীরা। আজ সকালে পশ্চিম আব্দালপুর গ্রামের মিলপাড়ার স্থানীয় এলাকাবাসীরা এ মানববন্ধন করেন। এ মানবন্ধনে অংশগ্রহণ করেছে অসংখ্যক নারী, পুরুষ ও শিশুরা।
মানববন্ধনে দাড়িয়ে তারা জানান বাড়ির সামনে রাস্তা সরকারি জায়গা দেখিয়ে ঘনবসতি এলাকায় সরকারের পক্ষ থেকে গৃহহীনদের বাড়ি তৈরি করার প্রকল্প হাতে নিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। তারা বেশ কয়েকটি পরিবারকে বাড়িছাড়া করতে বেশ কিছুদিন ধরে হুমকি প্রদান করে আসছে এবং রাতের আঁধারে এই সব পরিবারকে বাড়ি ছাড়ার জন্য হুমকি ও বাড়িতে হামলা চালায়। এ বিষয়ে ইবি থানায় সাধারণ ডায়েরি করেন স্থানীয়রা।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বলেন, এই ঘটনায় আব্দালপুর ক্যাম্পের পুলিশকে ঘটনা স্থলে পাঠানো হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক। আগামীতে কোনো ধরনের সংঘাত বা হট্টোগোলের সৃষ্টি হলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।