তারেক, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সঞ্চালনায় পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় তারা এই ভাঙচুরকে ইতিহাসের লজ্জাজনক অধ্যায় বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা। শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা, সম্মানের সাথে স্মরণ করা হচ্ছে তখন এই মুজিববর্ষে এরকম ঘটনা ঘটেছে। বিএডিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এরকম ঘটনার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে।
কুষ্টিয়ায় কর্মরত বিএডিসি’র যুগ্ম পরিচালম(সার) সেলিম হায়দার বলেন, “আমরা বাঙালী হিসেবে খুব লজ্জিত, শোকাহত। কারণ আমাদের বিজয়ের মাসে যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি ঠিক সেই সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং একাত্তরের স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ড”।
মানববন্ধনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুষ্টিয়ায় কর্মরত বিএডিসি’র যুগ্ম পরিচালম(সার) সেলিম হায়দার, মুজিবনগর প্রকল্পের পিডি নুরুল ইসলাম, বিএডিসি উপ পরিচালক (পাট) গোলক নাথ, উপ পরিচালক আলু (বীজ)আশরাফুল ইসলাম, উল্লাহ উপ পরিচালক (বীজ বিপনন) আবু জাফর মোঃ নিয়ামত উপস্থিত ছিলেন।