রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ২য় ধাপে পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত কালেক্টরেট সম্মেলন কক্ষে পৌর নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান। এ সময় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।
আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ তিনজন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২১টি ওয়ার্ড নিয়ে গঠিত কুষ্টিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৩৯৮ জন এদের মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭শ ৮০ এবং নারী ভোটার ৭৫ হাজার ৬১৮ জন। প্রতীক পাওয়ার পর প্রার্থীর সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল করে।