কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরের কালুর মোড় নামক স্থানে পিকআপ ভ্যান, নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। কুমারখালী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. আইয়ুব আলী জানান, ঢাকাগামী পিকআপের পিছনে অবৈধ বাহন নসিমন ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে গিয়ে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলের উপর পিকআপ ভ্যান চাপা দিলে মোটরসাইকেল আরোহী ঝিনাইদহের কালিগঞ্জের বারবাজারের নিত্যনন্দপুরের আশরাফ আলীর ছেলে মো. আরিফ(৩২) ঘটনাস্থলে মারা যান। তিনি আরও বলেন সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছে। পিকআপ ভ্যান ও নসিমন গাড়ীর ড্রাইভার পালিয়েছে। লাশ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।