মিরপুর প্রতিনিধি :: কুষ্টিয়া মিরপুরে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দ্দারকে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্যপদসহ সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বহিস্কার ও স্থায়ী বহিস্কারের সুপারিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ মিরপুর উপজেলা শাখার একটি প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের মাধ্যমে জানানো হয়।
বিষয়ে মোহাম্মদ আলীর জোয়াদ্দারের মুঠো ফোনে কল দিলে তাকে পাওয়া যায় না। তবে তার ভাতিজা ফোন রিসিভ করলে ঘটনা বিষয়ে সত্যতা স্বীকার করেন।
তবে তার সহধর্মীনি মোহাম্মদ আলী জোয়ার্দ্দারের ফেসবুক লাইভের মাধ্যমে জানান আমার স্বামী ষড়যন্ত্রের শিকার মাত্র। সে দলের ভাবমুতি ক্ষুন্ন হয় এমন কোন কাজের সাথে জড়িত নয় বলে দাবী করেন। তিনি আরও বলেন সে আওয়ামীলীগের সাংগঠনিক সকল গঠনমূলক কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।