1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কামিনী এখন জেলে, ইয়াবা নিয়ে কুষ্টিয়া র‌্যাবের হাতে ধরা খেলেন স্বামী সন্তান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৫৬৫ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার শীর্ষ মাদক সম্রাজ্ঞী কামিনীর স্বামী একাধীক মামলার আসামী আজাদ হোসেন (৫৫) ও তার ছেলে আবির হোসেন বিকেল(২৪)কে ৭৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব । আজ বিকাল ৪ ঘটিকার সময় শহরের চৌরহাস ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল শহরের চৌরহাস ফুলতলা এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আজাদ হোসেন (৫৫) ও ২। আবির হোসেন বিকেল (২৪) কে ৭৩ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন,৪ টি সিমসহ গ্রেফতার করেন।র‍্যাব জানায়, আসামী আজাদ কুষ্টিয়ার শীর্ষ মাদক সম্রাজ্ঞী কামিনী এবং তার বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে। অপরদিকে আবির হোসেন বিকেল তার ছেলে এবং তার বিরুদ্ধে ৩ টি মাদকের মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে এবং মডেল থানা পুলিশ হেফাজতে প্রেরন করে র‍্যাব। উল্লেখ্য, গত নভেম্বর মাসে র‍্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাব অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ফেন্সিডেল সহ গ্রেফতার করে এবং বর্তমানে মাদক সম্রাজ্ঞী জেল হাজতে রয়েছে। এ বিষয়ে র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন,সন্ত্রাস ও মাদকমুক্ত কুষ্টিয়া জেলা গড়তে র‍্যাব-১২ সিপিসি-১ সব সময় বদ্ধকর।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x