কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মধুপুর গো হাট এলাকায় পদ্মা গড়াই বাসের ধাক্কায় তাসিম (১২) নামে এক স্কুল ছাত্র নিহত ও মহিবুল নামে একজন আহত হয়েছে। আজ সন্ধ্যার সময় লক্ষীপুরের মধুপুর গো হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হচ্ছে পোড়াদহ কামারপাড়া এলাকার মহিবুল ইসলামের ছেলে তাসিম ।
অভিভাবক ও স্থানীয়রা জানান পিতা পুত্র এক সঙ্গে করে খালার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পিতা মহিবুল ইসলাম তার নিজস্ব নছিমন গাড়ীটি নেবার সময় পাঁচশত গরু খাওয়ার খড় ও দুই বস্তা ধান এবং ছেলেকে তার উপর বসিয়ে নিয়ে গাড়ীটি চালিয়ে যান তাসিমের পিতা মহিবুল। কুষ্টিয়া শহরে থেকে ছেড়ে আসা পদ্মা গড়াই নামক একটি বাস তাদের নছিমন গাড়ীটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নছিমন উল্টে যায়, এবং তাসিম নামের স্কুল ছাত্র মারা যায়। পদ্মা গড়াই বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে তারা জানান। আর পিতা মহিবুল আহত অবস্থা স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে তার পিতা মহিবুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয় কুষ্টিয়া মডেল থানার (তদন্ত) ওসি নিশিকান্ত জানান নিহতের পিতার সাথে খালার বাড়ীতে বেড়ানোর পথে লক্ষীপুরের মধুপুর গো হাট এলাকায় বাসের ধাক্কায় তাসিম নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে এবং তার পিতা মহিবুল ইসলাম আহত হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয় এখনও কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে।