1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

যোগাযোগ বিচ্ছিন্ন, রাঙামাটিতে পাথর বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু, নিহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২০৭ বার নিউজটি পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কুতুকছড়িতে একটি বেইলি সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনার ফলে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে রাঙামাটি থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় সেতুটি ভেঙে পড়ে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেল্লাল হোসেন জানান, পাথর বোঝাই ট্রাকের ভারে ব্রিজ ধসে পড়ার খবর শুনে সকালে ঘটনাস্থলে গিয়ে তারা দুইজনের লাশ উদ্ধার করেন।
“আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”
তবে নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।
কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল চৌধুরী বলেন, “পাথরবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিক থেকে নানিয়ারচরের দিকে যাচ্ছিল,সম্ভবত সড়কের নির্মাণ বা সংস্কার কাজের জন্য পাথর নিয়ে। অতিরিক্ত ভারে সেতু ধসে পড়লে ট্রাকটি পানিতে তলিয়ে যায়।”
তিনি বলেন, যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা ওই ট্রাকের চালক-হেলপার কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটি ‘অতিরিক্ত ভার’ বহন করায় সেতুটি ধসে পড়ে।
“পুরো পাটাতন খুলে ব্রিজটি আবার নতুন করে বসাতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল শুরু করার চেষ্টা করছি।”

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!