1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

মা-ছেলে হত্যার অভিযোগে বাবাসহ তিনজনের ফাঁসির আদেশ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১৭৪ বার নিউজটি পড়া হয়েছে

ঢাকা অফিস : ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের এই বাড়ির পঞ্চম তলায় খুন হন শামসুন্নাহার করিম ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওন।ঢাকার কাকরাইলে তিন বছর আগে মা-ছেলে খুনের ঘটনায় নিহত নারীর স্বামী, তার তৃতীয় স্ত্রী এবং শ্যালকের ফাঁসির রায় হয়েছে।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রোববার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত তিন আসামি হলেন- আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।
সর্বোচ্চ সাজার পাশাপাশি তিন আসামির সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।
২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে (১৯) গলা কেটে হত্যা করা হয়।
এই রায়ের বিরুদ্ধে আপলি করা হবে কি না জানতে চাইলে করিম বলেন, সেটা উকিলের সঙ্গে কথা বলে তিনি ঠিক করবেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানিয়েছেন, মামলার বাদী আশরাফ আলী এই রয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!