সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত খন্দকার ইসরাইল হোসেন (আফু)র ১৭তম মৃত্যু বার্ষিকী আজ। এউপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বুধবার বাদ আসর কুষ্টিয়া পৌর গোরস্থান জামে মসজিদে এক মিলাদ মাহ্্ফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহ্্ফিলে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মিয়-স্বজন ও সুভাকাঙ্খীদের বিনীত অনুরোধ করেন তার পূত্র খন্দকার রকিবুল হোসেন। তিনি তার পিতার স্মৃতি চারণ করে বলেন, আমার পিতা কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন গত ২০/০১/২০০৪ ইং তারিখে ঢাকার সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিজেকে সম্পৃক্ত করে কুষ্টিয়াবাসীর অন্তরে চিরস্থায়ীভাবে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। তার অনুপস্থিতি কুষ্টিয়াবাসীকে পীড়া দেয়।