এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি : সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। পূর্বের ভূমি অফিসের জরাজীর্ণ অবস্থায় সাধারণ মানুষের পরিপূর্ণ সেবাদান ব্যাহত হওয়ায় বুধবার বেলা সাড়ে ১১টায় নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এলজিইডির অধিনে ভবনটির নির্মানে প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা।
কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।